শহিদুল ইসলাম খোকন : মতলব উত্তর উপজেলার কালিপুর স্কুল এন্ড কলেজে মাঠে আমরা তারুণ্য সামাজিক সংগঠনের উদ্যেগে ২শ’ অসহায় শিশুদের মাঝে ঈদের বস্ত্র বিতরণ করা হয়েছে। ২৯ এপ্রিল শুক্রবার বিকেলে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -ফয়েজ আহমেদ চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হোসাইন আহমেদ তুহিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন – চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, মতলব উত্তর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও ব্রাহ্মণচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি শহিদুল ইসলাম খোকন।
আমরা তারুণ্য সামাজিক সংগঠনের উপদেষ্টা ও মতলব বার্তার সম্পাদক মাইন উদ্দিন চৌধুরীর সভাপতিত্ত্বে ও ইসমাইল হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সোলায়মান শুভ্র সহ সংগঠনের অন্যান্য সদস্যগন।
এসময় উপস্থিত ছিলেন, শওকত আহমেদ, সোলাইমান শুভ্র, নরুল ইসলাম, মারুফ আহমেদ, বি এম সজলউজ্জামান,বিপ্লব প্রধান, বিয়াদ হাসান, সাইদুর রহমান, রেজাউল ভুঁইয়া, রনি, মেহেদী,মিথুন, তানভীর সহ আমরা তারুণ্য সামাজিক সংগঠনে বিভিন্ন সদস্য বৃন্দ।