মোঃ তামিম প্রধান, বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার চাঁন্দ্রাকান্দি গ্রামে গ্রীণ ক্লাব চাঁন্দ্রাকান্দির উদ্যোগে গ্রীণ ক্লাব চাঁন্দ্রাকান্দি ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে ৫ টি দল অংশ নেয়। এলাকার ৫ জন কৃতি সন্তানের নামে দলগুলোর নামকরণ করা হয়েছে। দলগুলো হল ১.মরহুম সৈয়দ আহাম্মদ মাষ্টার ক্রীড়াচক্র ০২. মরহুম মাওলানা মজিবুর রহমান ফুটবল একাদশ ০৩. কমান্ডার বদিউজ্জামান ক্রীড়া চক্র ০৪. মুক্তিযোদ্ধা নুর হোসেন একাডেমি ০৫. মরহুম সোলেমান প্রধান ক্রীড়া চক্র।
আজ ফাইনাল খেলায় ১৩-১১-২০২০ ইং তারিখে গ্রীণ ক্লাব চাঁন্দ্রাকান্দি খেলার মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে কমান্ডার বদিউজ্জামাল একাদশ বনাম মুক্তিযোদ্ধা নুর হোসেন একাডেমি মুখোমুখি হয়। উক্ত ফাইনাল খেলায় ০-০১ গোলের ব্যবধানে কমান্ডার বদিউজ্জান ক্রীড়া চক্র জয়ী হয়। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় আনন্দগন পরিবেশ বিরাজমান থাকে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিঃ (এস ই এল) এর ব্যবস্থাপনা পরিচালক ও গ্রীণ ক্লাব চাঁন্দ্রাকান্দি’র সভাপতি ইঞ্জিঃ মোঃ আবদুল আউয়াল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী। খেলায় সভাপতিত্ব করেন আঃ রব প্রধান। খেলায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ ফরিদুল ইসলাম জেনারেল ম্যানেজার সমকাল, ইঞ্জিঃ হারুন অর রশিদ চিফ ইঞ্জিঃ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, মোঃ মজিবুর রহমান সাবেক মেম্বার, মোঃ ইসমাইল হোসেন মুন্সি বীর মুক্তিযোদ্ধা, ইঞ্জিঃ এনামুল হক খান সুমন সভাপতি মুইয়া, ইঞ্জিঃ আরিফ হোসেন খান সাধারণ সম্পাদক মুইয়া, মোঃ মাইন উদ্দিন চৌধুরী সম্পাদক মতলব বার্তা, দুলাল হোসেন মেম্বার,গ্রীণ ক্লাব চাঁন্দ্রাকান্দির সিনিয়র সহ সভাপতি মোঃ কবির হোসেন, সহ সভাপতি মোঃ রাসেল মুন্সি, সহ সভাপতি হাফিজুর রহমান রাকিব মুন্সি, সাধারণ সম্পাদক মো নুরুল ইসলাম, আতিকুর রহমান পায়েল সমন্বয়ক গ্রীণ ক্লাব চাঁন্দ্রাকান্দি, নজরুল ইসলাম টিটু সাংগঠনিক সম্পাদক, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সালাউদ্দিন, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক সোলাইমান হোসেন সহ অন্যান্য সকল সদস্যগন উপস্থিত থাকেন, এবং খেলা উপভোগ করেন। খেলা পরিচালনা সংক্রান্ত কমিটির সদস্যগন, দল সংশ্লিষ্ট কর্মকর্তারাও সরাসরি খেলা উপভোগ করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক মানুষ খেলাটি উপভোগ করেন।
খেলায় চমৎকার ধারাভাষ্য করেন মোঃ ইসমাইল হোসেন।
টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন মোঃ নুরুল ইসলাম, শাকিল হোসেন, রাশেদুল ইসলাম, তৌহিদুল ইসলাম ও সুরুজ্জামান প্রধান।
খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিজয়ী ও বিজেতাদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি এল ই টিভি, প্রাইজমানি ও সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন।