নিজস্ব প্রতিবেদনঃ
বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটি আয়োজিত
রাজনীতি ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় “জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি সম্মাননা পুরস্কার পেলেন চাঁদপুরের মতলব উত্তরের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. সারোয়ার মামুন চৌধুরী।
গত ৭ ফেব্রুয়ারি, মেধা বিকাশ সোসাইটি ও ৭১ স্মৃতি সংসদ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, দৈনিক বাংলাদেশ আলোর সম্পাদক মফিজুর রহমান খান বাবু। সভাপতিত্ব করেন সুলতান শাহ আলম।
উল্লেখ্য সারোয়ার মামুন চৌধুরী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১ নং ষাটনল ইউনিয়নের কালীপুর চৌধুরী বাড়ির ভাষা সৈনিক মরহুম কমরউদ্দিন চৌধুরীর ছেলে। মোঃ সারোয়ার মামুন চৌধুরী প্রতিশ্রুতিশীল বঙ্গবন্ধুর এক অকুতোভয় আদর্শের সৈনিক। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা পালনে প্রস্তুত। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময়ে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত, মুজিব আদর্শের অনেকের স্নেহের ছোটভাই তার মতিঝিলের ব্যবসায়িক অফিস অনেক সময় অনেক নেতা কর্মী সমার্থক আন্দোলনের কাজে ব্যবহার করেছে, হাসিমুখে সকলকে আপ্যায়নের চেষ্টা করছে। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির তথ্যও গবেষনা বিষয়ক উপকমিটির সদস্য। প্রতিশ্রুতিশীল এই মুজিব আদর্শের সৈনিক হিসাবে আত্ম মানবতার সেবায় সব সময় নিজকে নিয়োজিত রাখে। যেখানে আজ অনেকে অন্যায়ভাবে অর্থোপার্জনে মহাব্যস্ত তখন সারোয়ার মামুন ১৫/১৬ ঘন্টা রাজনীতির পাশাপাশি কাজ নিয়ে ব্যস্ত। তিনি বাংলাদেশের অনেকগুলো আর্থসামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত।