চাঁদপুর জেলার মতলব উত্তরে আসছেন ক্রিকেটার তাসকিন আহমেদ। উল্লেখ্য, আগামী ২৫ মে বুধবার মতলব উত্তর উপজেলা পরিষদ সংলগ্ন প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম (ঘনিয়ারপাড়) এ অনুষ্ঠিত হতে যাচ্ছে মতলব উত্তর ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
যে কথা না বললেই নয়, মেগা এই ইভেন্টে প্রধান আকর্ষন হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেটের গতি দানব খ্যাত, তরুণ তুর্কি, বিপক্ষ দলের ত্রাস, বর্তমানে ফর্মের তুঙ্গে থাকা সদা হাস্যজ্জল, সবার প্রিয়মুখ বাংলাদেশ জাতীয় দলের অন্যতম ফাস্ট বোলার তাসকিন আহমেদ।
প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বিশেষ অতিথি থাকবেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য, ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সভাপতিত্ব করবেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও গাজী শরিফুল হাসান ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষ কিন্তু গুরুত্বের দিক দিয়ে শেষ নহে যে, ফাইনালে অংশগ্রহনকারী দল দুটি হল ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বনাম নাউরি উচ্চ বিদ্যালয়।