ইসমাইল হোসেন:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৫শ’ কেজি জাটকা ইলিশ আটক করে এতিমখানা ও দুস্থ্যদের মাঝে বিতরণ করা হয়। ৭ ফেব্রুয়ারী সোমবার বিকালে মতলব উত্তর উপজেলার কালিপুর বাজারের বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ি থেকে ৬টি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং স্থানীয় দুস্থ্যদের মাঝে বিতরণ করা হয়।
আজ সোমবার বেলা ৩ টার দিকে ছোট গাড়িতে করে জাটকা ইলিশ মাছ নিয়ে যাওয়ার সময় বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ি তা আটক করে। আটককৃত জাটকা ইলিশের পরিমান আনুমানিক ৫শ’ কেজি।
এতিমখানা এবং স্থানীয় দুস্থ্যদের মাঝে জাটকা ইলিশ মাছগুলো বিতরণকালে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী শরিফুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুজ্জামান, বেলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাসেদুজ্জামান, দৈনিক ইত্তেফাক মতলব উত্তর প্রতিনিধি সাংবাদিক শামসুজ্জামান ডলার, সমাজ কর্মী মোঃ মাইন উদ্দিন চৌধুরী সহ প্রমুখ।