শহিদুল ইসলাম খোকন :মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী বাজার একটি প্রসিদ্ধ ও পুরাতন বাজার। এই বাজারে ব্যাংক, বীমা,সমবায় সীমিতসহ বিভিন্ন ছোট বড় ৪ শতাদিক দোকান রয়েছে। কিন্তু বেরীবাধ থেকে বাজারে প্রবেশের রাস্তার উপর ছাদ নির্মাণ করেছে বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ব্যাবসায়ী রাসেল দেওয়ান। এতে করে বাজারে আগুন লেগে গেলে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশে সমস্যা হবে বলে মনে করছেন ব্যাবসায়ীরা। তাছাড়া সোলেমান শাহ (লেংটার) ওরশের সময় নিশান নিয়ে আসার সময় সমস্যা হবে বলেও মনে করেন তারা। এ বিষয়ে সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সী ও বাজার পরিচালনা কমিটির সভাপতি মাহফুজুল ইসলাম অমি বলেন, আমি বিষয়টি জানারপর নিষিদ করেছি। তারপরও নিষিদ অমান্য করে ছাঁদ নির্মাণ করেছে রাসেল দেওয়ান। এ বিষয়ে দোকান মালিক রাসেল দেওয়ান জানান, রাস্তার পূর্ব ও পশ্চিম দুই পাশেই আমার দোকান। এক দোকান থেকে অন্য দোকানে যাওয়ার জন আমি ছাদ দিয়ে রাস্তা করছি। এর উচ্চতা ১৪ থেকে ১৫ ফুট। অথচ সাফার সার্ভিসের গাড়ির উচ্চতা ৯ ফুট। যেকোনো গাড়ি এখান দিয়ে অনায়াসে আসা যাওয়া করতে পারবে। সে হিসাব করেই আমি করেছি। তাছাড়া এখান দিয়ে বড় গাড়ি আসা যাওয়া করে না।